About This Blog

2

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১


সত্তরের নির্বাচনের পর রাজপথে প্রবল আন্দোলন। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছেন। এরই মধ্যে ছাত্র ইউনিয়ন আন্দোলনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যলয়ের খেলার মাঠে ট্রেনিং দেয়া শুরু করে। শত শত ছেলেমেয়ে এতে অংশ নেয়। মাঠের পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আমাদের নিয়মিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করত। এই ট্রেনিং ক্যাম্প পরিচালনা করতেন ডা. আবুল কসেম। আমি নিজে যেহেতু আগে স্কাউটিং করতাম সেহেতু আমাকে দায়িত্ব দেয়া হয় দলের লেফট-রাইট করানোর। সেসময় ছাত্র ইউনিয়নের এই ট্রেনিং ঢাকাসহ সারা দেশে ব্যাপক সাড়া ফেলে। এক পর্যায়ে ডামি রাইফেল নিয়ে বিশাল একটি র‌্যালি বের হয় ঢাকা শহরে। এটা ছিল একদিকে মানুষকে বুঝানো যে, আমাদের সামনে স্বাধীনতার যুদ্ধ। অন্যদিকে সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এখনো ছাত্র ইউনিয়নের সেই ছবিটি সব জায়গায় দেখি। নারীদের কাঁধে ডামি রাইফেলসহ ছবিটি। সেই ছবিটির প্রথম কাতারে ছিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী রোকেয়া কবীর, তাজিম সুলতানা, ডা. নেলি, কামরুন নাহার হেলেন, নাজনিন সুলতানা নিনা প্রমুখ।

পোস্ট প্রিন্ট করুন


Related Articles by Categories


একটি মন্তব্য পোস্ট করুন